৩৫০ কেজি বিস্ফোরক
........... ঋষি
==================================================
আগুন লাগিয়ে দেব
হে মহান ঈশ্বর এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
নবারুণ কোনো সকালের আলো।
পুড়ে চল চামড়ার গন্ধ বারুদের সাথে মিশে
শরীরগুলো মানুষের ছিল
৩৫০ কেজি বিস্ফোরক কখনো দেশ বদলাতে পারে না।
.
চন্দ্রগুপ্ত মরে গেছে
চন্দ্রগুপ্তের হিসেবের হেরফের এই সভ্যতায় ভয়াবহ বিষ।
বদলানো হাওয়ায় আজকাল আঁশটে রক্তের গল্প
সমরেশ ইনকিলাব নিয়ে ডেডবডি পুরছে সময়ের বস্তায়
ভিতর থেকে কে যেন বলে আমার কাটা হাতটা।
এই পৃথিবী কিনে নেবে মিথ্যে দাওয়া- এর দোকান
অসুখগুলো মানুষের রক্তে ধর্ম বলে ঠাসা।
মানষগুলো বোবা শৈশবে দাঁড়িয়ে
মারামারি করছে ,
মাথা ফাটাচ্ছে ,বুক ফাটাচ্ছে ,বিস্ফোরণে ছিটকে যাচ্ছে শরীর।
৩৫০ কেজি বিস্ফোরক
শরীর বদলাতে পারে ,সময় কেন নয় ?
.
আগুন লাগিয়ে দেব
হে মহান ঈশ্বর যে পিত তার সন্তানের লাশ সনাক্ত করতে ভয় করে
নবারুণ তোমাকে গুলি করে হত্যা করা হোক।
সময়ের দায় ,সত্যি গুলো মিথ্যা বদলানো ছবি
ছবিতে শরীরগুলো মানুষের
৩৫০ কেজি বিস্ফোরক তবু মানুষ গড়তে পারবে না কখনো।
........... ঋষি
==================================================
আগুন লাগিয়ে দেব
হে মহান ঈশ্বর এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
নবারুণ কোনো সকালের আলো।
পুড়ে চল চামড়ার গন্ধ বারুদের সাথে মিশে
শরীরগুলো মানুষের ছিল
৩৫০ কেজি বিস্ফোরক কখনো দেশ বদলাতে পারে না।
.
চন্দ্রগুপ্ত মরে গেছে
চন্দ্রগুপ্তের হিসেবের হেরফের এই সভ্যতায় ভয়াবহ বিষ।
বদলানো হাওয়ায় আজকাল আঁশটে রক্তের গল্প
সমরেশ ইনকিলাব নিয়ে ডেডবডি পুরছে সময়ের বস্তায়
ভিতর থেকে কে যেন বলে আমার কাটা হাতটা।
এই পৃথিবী কিনে নেবে মিথ্যে দাওয়া- এর দোকান
অসুখগুলো মানুষের রক্তে ধর্ম বলে ঠাসা।
মানষগুলো বোবা শৈশবে দাঁড়িয়ে
মারামারি করছে ,
মাথা ফাটাচ্ছে ,বুক ফাটাচ্ছে ,বিস্ফোরণে ছিটকে যাচ্ছে শরীর।
৩৫০ কেজি বিস্ফোরক
শরীর বদলাতে পারে ,সময় কেন নয় ?
.
আগুন লাগিয়ে দেব
হে মহান ঈশ্বর যে পিত তার সন্তানের লাশ সনাক্ত করতে ভয় করে
নবারুণ তোমাকে গুলি করে হত্যা করা হোক।
সময়ের দায় ,সত্যি গুলো মিথ্যা বদলানো ছবি
ছবিতে শরীরগুলো মানুষের
৩৫০ কেজি বিস্ফোরক তবু মানুষ গড়তে পারবে না কখনো।
No comments:
Post a Comment