Wednesday, February 13, 2019

উপন্যাসের চরিত্র

উপন্যাসের চরিত্র
................. ঋষি
============================================
কিভাবে শব্দগুলো কবিতা হয়ে যায়
শহর জুড়ে কারফিউ ,আমার চলন্তিকা ব্যস্ত অন্য পৃথিবীতে।
চলন্তিকা তোমার নীল সালোয়ার
ফিকে আঠালো জল ,ভুলে যাওয়া ভাতের হাঁড়ির চালগুলো।
শুধু অনেকগুলো মুহূর্ত জুড়ে
তৈরী হতে থাকা উপন্যাসের চরিত্ররা সব কাল্পনিক।
.
তোমাকে ছুঁতে ইচ্ছে করে ভোর চারটেয়
তুমি তখন গভীর ঘুমে হরবোলা পাখির মতো।
কত অদৃশ্য স্মৃতির রোমন্থন
তোমার ঠোঁটের অদৃশ্য লিপস্টিকের দাগ চিরকাল আমার জামায়।
তোমার দেওয়া স্মৃতির পকেটে তোমার রবিঠাকুর
দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে অনবরত গীতবিতান লেখে।
গিটারের স্ট্রিংয়ে লেগে থাকে স্পৃহা
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া !তোমারি চরণে.........
ফাগুন এসে  দাঁড়ায় তোমার শহরের দরজায়
সমস্ত আকুতি খুলে পিচকিরির লাল,নীল রংগুলো স্বপ্ন।
অদ্ভুত কাঁচের দেওয়ালের ওপাশে অন্য তুমি
আমার কাছে অতচ দূরে।
.
কিভাবে শব্দগুলো কবিতা হয়ে যায়
মস্তিষ্কের পাটাতনে অজস্র চড়াই পাখির  তিড়িংবিড়িং।
খুঁটে খেতে থাকে সম্ভাবনা
কত ভালোবাসার দিন আসে যায় ,আবার ঘুমিয়ে পরে।
শুধু মুহূর্তগুলো দাঁড়িয়ে ভালোবাসা খানকে
চোখের পর্দায় উপন্যাসের চরিত্ররা সম্পর্কে বদলায়। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...