Thursday, February 14, 2019

বিড়াল (৩)


বিড়াল (৩)
............ঋষি
===============================================
কার প্রেমিকা ?
কলমের থেঁতো নিবে লেগে আছে আর্তস্বর।
অনবরত  স্খলন
মাঝরাতে চোখ খুঁজে পাওয়া সেই বিকেলের পার্কে বৃদ্ধকে।
অজস্র অভিজ্ঞতা, মেয়েটা মুখ টিপে হাসলো
ভীম-রতি চোখের চালশেতে  খোঁজ শহরে ফেলুদা।
.
ডিটেকটিভ নই
আবিষ্কৃত বিমূর্ত শহরের ফলকে লেগে থাকা প্রেমিকা মিছিল।
হাতে প্ল্যাকার্ড
একের পর এক আদুরে বিড়াল সব।
বিড়ালের নখ বসে যাচ্ছে প্রেমিকার স্তনে,ঠোঁটে দাঁত
কেমন একটা রগরগে যৌনতার গল্প।
চুপ সব
শহরের চিৎকার , শহর ডাকছে ,শহর জানতে চাইছে
কার প্রেমিকা তুমি ?
পাগলাটে চাহুনি সেই বৃদ্ধ বসে পার্কের বেঞ্চে
ভীম-রতি  বয়সের রোগ।
.
কার প্রেমিকা ?
কলমের মুখ গড়িয়ে কালী ছড়িয়ে পড়ছে সাদা পাতায়।
ভালোবাসলে নগ্ন হতে হয়
ক্রমশ ব্যক্তিগত অন্য একটা শরীরে ,শরীরের ভিতর।
থকথকে জেলিফিস ,জন্মের পাপ ,দমবন্ধ একোরিয়াম
অনায়াসে বোঝাপড়া সেরে ফেলে ফেলুমিত্তিরের চোখে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...