Wednesday, February 13, 2019

যদি সত্যি বলতে পারতাম

যদি সত্যি বলতে পারতাম
.... ঋষি
==================================================
হাগ্ ডে ,কিস ডে ,টেডি ডে ,ভ্যালেন্টাইন ডে
যদি জীবনের জন্য একটা দিন থাকতো।
খোলা আকাশের মতো
মিষ্টি কোনো নদীর মতো ,কিংবা গম্ভীর সমুদ্রের মতো।
নগ্ন পায়ে সবুজ ঘাসে দাঁড়িয়ে ,এক রাশ অক্সিজেন নিয়ে
আমরা যদি সত্যি বলতে পারতাম।
.
সম্ভব ,অসম্ভব
সকালের ঘুম ভাঙা চোখে লেগে থাকা বিরক্তি বোঝাপড়ার।
চলন্তিকা মাথা নামতে নামতে
আজকাল তো শহর ,দেশ ,রাষ্ট্র সব বিকিয়ে  গেলো।
ভালোবাসা তো সস্তা গলিতে দাঁড়ানো সেই বিকিকিনি
শরীর বদলায় শুধু ভালোবাসার খোঁজে।
মোমবাতি মিছিলে দাঁড়িয়ে সম্পর্ক
শুধু বিপ্লব খুঁজে চলে শহরের প্রতি গলি খুপচিতে।
চলন্তিকা মাঝে মাঝে আমার আকাশ থেকে শহর দেখতে ইচ্ছে করে
ইচ্ছে করে সময় দেখতে চামড়ার গভীরে গিয়ে।
সব বদলায়
শুধু বদলায় মানুষ সময়ের অন্তরায়।
.
হাগ্ ডে ,কিস ডে ,টেডি ডে ,ভ্যালেন্টাইন ডে
মিথ্যা কিছু বুলি আঁকড়ানো সময়।
এইভাবে ভালোবাসা যায় না ,যায় না কাছে যাওয়া
কারণ ভালোবাসার কোনো দিন হয়।
পঞ্চ রিপুর আড়ালে দাঁড়ানো মানুষ ,শুধু বাহানায়
মিথ্যা সাজিয়ে সত্যি খুঁজে মরে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...