Friday, April 29, 2022

অন্তর্বাস

 





অন্তর্বাস


.... ঋষি 


পরকীয়া আকাশের ডাঙায় পাখি 


পরকীয়ায় প্রেম খোঁজে  পাখির ঠোঁট ,আকাশের ডানা ,


পরকীয়ার বুকে তিন প্রহরের উৎসব চলে 


তাই প্রেমিকার  বুকে পাখি মেরে ফেলা সম্ভব


স্নান করে নিংড়ে কুঁচি কুঁচি করে ছড়িয়ে ফেলা  ।  


.


পরকীযায় পুরুষ হয় ,পরকীয়ায় নারী হয় 


পরকীয়ার জিহ্বায় স্বাদ খোঁজে মানুষ ,তবু বেদুইন হতে থাকে 


তবু পরকীয়ায় শরীর ডিঙিয়ে ন্যাংটো শরীরে সাপ আর ঈগল খেলা করে


আর শরীরের নিচে চাপা পড়া আত্মা আকাশ খোঁজে 


তবুও নিশ্বাস খোঁজে ফেরে পাখির আস্তানা। 


.


পরকীয়ায় লোকে বই কেনার থেকে কন্ডোম বেশি কেনে 


পরকীয়ায় পরস্ত্রী ,সমাজ ,গোপন অন্তর্বাস ,সময়ের ব্লাউজের মাপ 


সব কেমন গুলিয়ে যায় ,


সত্যি মানুষের বুকের মাপ নেওয়া মোটেও সহজ কাজ নয়। 


পরকীয়ায় নারী সর্বদা উলঙ্গই থাকে 


নারীর বুকের স্তন তখন অন্নভূমি


সেই স্তন যখন শুকিয়ে যায় ,চাপা পরে পরকীয়ায় 


হাজারো ফুলের মালা 


হাজারো নারী একলা তখন। 


আমি ভাবছি পরকীয়া কি শুধু মানুষের শরীরে থাকে 


কারণ পরকীয়ায় কেউ কবিতা লেখে না 


পরকীয়ায় কেউ কাউকে আদর করে না 


পরকীয়ায় পুরুষ নারীকে বলে তুমি ফুলের থেকে সুন্দর 


আর নারী বলে আমি শুধু তোমার গোপন অন্তর্বাস। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...