Friday, September 16, 2022

তোমায় হৃদমাঝারে রাখবো

তোমায় হৃদমাঝারে রাখবো 
.. ঋষি 
.
সত্যি কি কেউ কারো হাত ধরতে পারে
বলতে পারে আমি আছি, 
সকলের তো নিজের নিজের অধিকার আছে 
সকলের তো নিজের নিজের সময় আছে 
কেউ কি ন্যাংটা হয়ে মাঝরাস্তায়  দাঁড়িয়ে 
চিৎকার করে বলতে পারে ভালোবাসি। 
.
ভালোবাসি একটা শুধু শব্দ নয় 
একটা মায়াজাল, 
একটা হাতছানি যা সকলের বুকের কাছে আলেয়া 
মানুষ ছুটে বেড়ায় 
মানুষ ভেসে বেড়ায়
এই হিসেবের শহরে কজন ভালোবাসি বলতে পারে। 
.
একটা মেরুদন্ড 
একটা নিরক্ষরেখা বরাবর কজন ছুটতে পারে
জানে পৃথিবীটা গোল
তবু ছোটে।
পাগলের মতো ক্রমশ বেখালী মাঝরাস্তায় 
সম্পর্ক যখন মিথ্যে কথা বলে
তখন কথা ফুরিয়ে যায়
ফুরিয়ে যায় নিঃশ্বাস  উপস্থিত হিসেবি বইয়ের পাতায়, 
তখব মুখগুলো আবছা হতে থাকে 
সাথে থাকার প্রয়োজনটা ফুরিয়ে যায়।
আমি জানি ভালোবাসা আসলে একটা বাউলের ঘর 
আমি জানি ভালোবাসা হলো আকাশের পাখি 
যে হিসেব মানতে চায় না, 
তবু মানুষ হিসেব করে ভালোবাসে,হিসেব করে কাছে আসে 
হাত ধরে 
তারপর হাঁপিয়ে যায় 
কথা ফুরিয়ে যায়, 
কিন্তু বাউল মন বোঝে না 
সে গেয়ে ওঠে 
খ্যেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
তোমায় হৃদমাঝারে রাখবো 
ছেড়ে দেবো না। 


1 comment:

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...