শারদীয়া (৩)
ঋষি
এই উৎসবের আলো ,উজ্জ্বল পথঘাট
জীবন শব্দটা যে কতটা আনন্দের তা বুঝতে একবার মণ্ডপে যেতে হবে ,
একবার দাঁড়াতে হবে গর্জন তেল মেখে ,তেজস্বী নারীর কাছে
চোখে চোখ রাখতে হবে ,
প্রশ্ন করতে হবে
জীবন আর দুর্বলতার মধ্যে তফাৎ কি ?
.
চারিপাশে ঢাকের শব্দ ,মানুষের আস্ফালন
পুজো সংখ্যায় লেখাগুলো বুদ্ধিজীবী মানুষের হৃদয়ের ঝংকার
ঝংকার প্রথম আলো ,মুহূর্ত ভাল থাকার,
একবার কবিত্বের বাইরে মানুষ হিসেবে দাঁড়াতে হবে সময়ের দরজায়
চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে নিজেকে
কেন লিখি ? সে কি দারিদ্রতা ?
.
আমি তোমার দিকে তাকাই
তোমার চোখের পর্দায় আজকাল যন্ত্রনা ফুটে ওঠে ,
ফুটে ওঠে প্রশ্ন
ঠিক কতটা সময়ের ভিতর দ্রবীভূত হলে ভালো থাকা যায় ,
আদৌ কি ভালো থাকা সম্ভব মানুষের ?
প্রতিদিন কমতে থাকা হৃদয়ের দূরত্ব
প্রতিদিন বাড়তে থাকা সময়ের দূরত্ব
প্রতিদিন নিঃশ্বাসে কমতে থাকা জীবন
প্রতিদিন চোখের পাতায় মৃত স্বপ্ন।
তবুও দিন শেষে সকলকে দাঁড়াতেই হয় খোলা আকাশের নিচে
সকলকেই বুঝতেই হয় অভাব শুধু স্বভাবের নয়
একটা বাস্তব কাঠামোর উপর দেবী মূর্তি
একটা রূপ যাকে সকলকে বিশ্বাস করে বাঁচতে হয়।
No comments:
Post a Comment