Monday, April 28, 2014

rishi026@gmail.com

অন্য পৃথিবী
............... ঋষি

কিছুটা পাঁচিল ভাঙ্গার শব্দ
কিছুটা নদীর পার ভাঙ্গার।
কোনো অখ্যাত সুনামির দাম গুনছি
এক চিলতে ভাঙ্গা বাড়ি ,,
একটা সঠিক আশ্রয় খুঁজছি।

একলব্যের কাঁটা আঙ্গুল
ঝুলে আছে চালসে চোখে বুড়ো আঙ্গুল।
কোনো আজব দেশের রাজা
আর আমি আসলে  বোকা প্রজা
একটু শান্তি আর শান্তি চাইছি।

সারা দেশ জুড়ে আমার বাড়ি
আর দেশের পরে দরজায় খিল।
দেশের রাজা অন্ধ কুলুপে
লাভ আর লোকসান ,বাঁচা অমিল।
আশ্রয় চাইছি এমন নরকে। ......

একটু পা বাড়ায় কিছুটা বাইরে
হয়তো আকাশে ,হয়তো সমুদ্রে।
সবটা নীল ,কোনটা লাল,লাল রক্ত
বৃষ্টি নোনা দেখছি স্পষ্ট।
পিছনে লাগা চাবি মস্ত।

আর পারি না এগিয়ে চলা
সুনামি বুকে মোমবাতি শব।
গলছে আর ভাসছে জীবনে
সম্পর্ক্য আর বাস্তব সব।
আমি অন্য পৃথিবী চাইছি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...