Tuesday, May 25, 2021

যাকে তুমি ভালোবাসি বলো

যাকে তুমি ভালোবাসি বলো
... ঋষি 

যাকে তুমি ভালোবাসি বলো
যার সাথে সহবাস করো 
তাকে তুমি মিথ্যা বলো না, মিথ্যা মহীরুহ এক আয়না 
যেখানে তুমি, আমি অহংকারী 
শুধু সময়ের বায়না। 
.
যাকে তুমি একা করে ভাব নিজে একা হবে 
যাকে জড়িয়ে ধরে ভাবো, আরো দুরে রবে
তাকে তুমি সত্যি বলো না
মিথ্যা সংসার করো। 
.
আকাশের গায়ে বাজে নুপুর 
নুপুরের ভিতর একটা গোটা জীবন বসে 
রিনিঝিনি রিনিঝিনি, 
যাকে তুমি দূরে রেখে বলো ভিজে পায়ের ছাপ 
চারিদিক সমুদ্র 
চুপ, 
তোমার বিছানা বালিশে আমি লেগে কোথাও? 
আমি শুনতে পাই 
যাকে তুমি ভালোবাসি বলো তাকে মিথ্যে বলো 
ভালোবাসা হলো কাঁটার গোলাপ 
একলা পথে চলো। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...