এটাই ডেমোক্রাসি
.. ঋষি
কথা বলা বারণ, কান্নাকাটি বারণ
বারণ বাবার চোখের জল, মায়ের চোখের দৃষ্টি
ছেলেটা মারা গেলো, টু পয়েন্ট টু নট একটা বুলেট ছিটকে দিয়েছে
ছেলেটা মাথার ঘিলু লেগে ল্যাম্প পোস্টের গায়ে
না দেখবেন না
না বলবেন না
শুনতে পারছেন ডেমোক্রাসি চলছে।
.
কথা বলা বারণ চোখের জল বারণ
বাঁচাতে হবে সন্তানকে
তিনটে পাড়ার মাতাল মাঝরাতে নেমে এলো বাড়ির টালি সরিয়ে
সামনে দাঁড়িয়ে দুই সন্তান
একের পর লাইন লাগিয়ে ধর্ষিত হচ্ছে মা
প্লিজ বাচ্চারা শব্দ করবে না
চিৎকার না, চোখ বন্ধ
মায়ের কোঁকানিতে ডেমোক্রাসি চলছে।
.
কথা বলা বারণ, চোখের জল বারণ, বারণ সংগম, চুমু খাওয়া
মা বলে ডাকবে না,
বাবাকে দেখতে পাবে না,
বাবা চিৎকার করছে না আমি ভিখারী না,না আমি ভিখারী না
টাকা দিয়ে বৌ পাবো না
টাকা দিয়ে ছেলে পাবো না
না চাই না, না চাই না, ভিক্ষা।
.
মুখ বন্ধ
কথা বলা বারণ, চোখের জল বারণ, বারণ চুমু, বারণ সংগম
না দেখবেন না
না শুনবেন না
বাঁচতে চান
এটাই ডেমোক্রাসি।
No comments:
Post a Comment