অসময়ের বৃষ্টি
... ঋষি
বাইরে তখন তুমুল বৃষ্টি
মৃত মানুষের মতো আমিও অপেক্ষায় বক্সার, উত্তরপ্রদেশে
লাশগুলো এখন কি ভাসছে পবিত্র গঙ্গায়,
নাকি রাজভবনের সামনে বিদ্যুতস্পর্শি সেই মানুষটা
এখনও কি সাক্ষী সেজে আছে
আমরা কেউ ভালো নেই।
.
আমরা কেউ ভালো নেই
আমরা কেউ ভালো থাকতে পারছি না
বুকের ভিতর অস্থির অসময়ের বৃষ্টি টিনের ছাদে বাজছে,
একটার পর একটা মৃতদেহ
হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের কান্না
কানের এয়ারড্রামে চিৎকার " আমরা কেউ ভালো নেই।
.
ভালো নেই গুজরাট, কর্নাটক, কেরল, বিহার, রাজস্থান
ভালো নেই মধ্যমগ্রাম, বসিরহাট, হানা পাড়া, ময়দান, ভিক্টোরিয়া
রাস্তা ঘাটে ভীত সন্ত্রস্ত ক্ষুদার্ত মানুষের মুখ
খবরের পাতায় প্রতিদিন বাড়তে থাকা মৃত লাশ
আর আমরা অপেক্ষায়
আমরা কেউ ভালো নেই।
আত্মীয় পরিজনের কান্না, ফুটপাথে পড়ে থাকা মৃত বৃদ্ধের লাশ
মন্দারমনির সমুদ্র সৈকতে সেই করোনা আক্রান্ত বৃদ্ধা
জেলে পাড়ায় একটা তেইশ বছরের সদ্য যুবক মৃতদেহ
অক্সিজেন সংকট
কর্ম সংকট
খাদ্য সংকট
আমি শুনতে পারছি না আর মানুষের কান্না
আমি এখন বুঝতে পারছি বাইরে এই অসময়ের বৃষ্টি
সত্যি কি প্রাকৃতিক
নাকি মানুষের চোখের জল
শুধুই শোক, নাকি উপলব্ধি আমরা সকলেই এখন
আশ্রয়হীন, অসহায়
আমরা সকলেই ভিজছি অসময়ের বৃষ্টিতে।
No comments:
Post a Comment