ভাসছে শুধু ভাসছে
...ঋষি
মানুষের চোখের জল আর সমুদ্রের জলের তফাৎ কি?
এটা সুন্দরবন, এটা মৌসুমী,
এটা কুলতলি,এটা দীঘা
ভাসছে শুধু ভাসছে
মানুষ, কুকুর, দোকান, বাজার, রাস্তা, জমি
মানুষের ভিটেমাটি শুধু ভাসছে।
.
সব হারিয়ে ঘর ছাড়া আজ হাজার হাজার মানুষ
আয়লা, বুলবুলু, যশ প্রতিবছর, বারংবার
শুধু ভেসে যাওয়া
ভেসে চলা মানুষের চোখের জল।
কোনটা রাস্তা, কোনটা জমি, কোনটা উপকুল,কোনটা ব্রীজ
কোনটা লকগেট, কোনটা পশু, কোনটা শুধুই জল।
.
ভাসছে শুধু ভাসছে
মানুষের চোখের জল
গ্রামের পর গ্রাম, শহরের পর শহর সব শুধু ভাসছে,
এন ডি এফ, জাতীয় সড়ক, সাগর থেকে গোসাবা
আজ শুধুই ভাসছে।
মানুষের ভিটেবাটি, মানুষের চাষের জমি, মানুষের সব ভরসা
আজ শুধুই ভাসছে,
আজ তো প্রথমবার নয়,
প্রতিবছর এমন প্লাবন বারংবার হয়।
.
বিদ্যাধরী, কুলতলি, মাতলা, রায়মঙ্গল
কোনটা নদী, কোনটা সমুদ্র, কোনটা মানুষ, কোনটা পশু
আজ শুধু ভাসছে।
এটা কোন দেশ, এটা কোন রাজ্য, এটা কোন অঞ্চল
মানুষ এত অসহায়
মানুষ এত দরিদ্র
আমরা করছি কি?
বারবার প্রশ্ন, বারংবার প্রশ্ন
মানুষের চোখের জল আর সমুদ্রের জলের তফাৎ কি?
No comments:
Post a Comment