প্রিয় জীবন,
.
ঠিক কতটা কাছে গেলে, কাছে যাওয়া হয়
ঠিক কতটা দূরে থাকলে, দূরে থাকা হয়
জানি না।
জানি না কেন?
হঠাৎ এক পশলা বৃষ্টি এই শহরটাকে ভেজায়?
হঠাৎ কেন এক চিলতে হাওয়া তোমায় ছুঁয়ে যায়?
.
ঠিক কতটা দূরে থাকলে, দূরে থাকা হয়
ঠিক কতটা কাছে গেলে তোমাকে কাছে মনে হয়
জানি না।
জানি না কেন?
হঠাৎ তুমি এসে দাঁড়াও আমার একলা দিনে কবিতার মতো
হঠাৎ কাছে দূরে তুমি ছুঁয়ে যাও কোন রাত জাগা পাখি যেন।
.
মনখারাপ,
হঠাৎ মনখারাপ ,
এক চিলতে মেঘ তোমার বাড়ির ছাদে পায়রা হয়ে ওড়ে।
জানি না কেন?
এই উতল হাওয়া তোমার শাড়ীর আঁচলে আমায় ছুঁয়ে ঘোরে।
সবটাই যেন কোন প্রতিবাদ
যেন কোন রিভিউলুসন এই ঘুমন্ত শহরের বুকে,
যেন কোন নারী
যেন সুনীল, শক্তি, জীবনানন্দ কিংবা
মানুষের সুখে ।
.
আচমকা একটা দমকা হাওয়া তোমায় ছুঁয়ে যায়
আচমকা একটা আনমনা বিকেল, শহর থেমে যায়
তারপর হঠাৎ বৃষ্টি
ঝড়ো হাওয়া,।
জানি না কেন?
বুঝতে পারি না
কোনটা দূরে, কোনটা কাছে।
.
ইতি
তোমার ঋষি
No comments:
Post a Comment