Wednesday, May 26, 2021

তাদের খবর



তাদের খবর 
... ঋষি 
যে ছেলেটা প্রথম তোমায় বলেছিল ভালোবাসি 
যে সন্ধ্যায় তুমি কাউকে জড়িয়ে বলেছিলে ভালোবাসি 
যে দুপুরে সেই একলা বৃষ্টিতে দাঁড়ানো ঝাউগাছ
যে রাত্রে সেই আকাশে একলা চাঁদ, 
তুমি কি তাদের খবর রাখো 
কেমন আছে তারা? 
.
সেই যে জোড়া বাগানের মুখে পাগলা নিতাই 
সেই যে কবিতার ঠোঁটে সেই পাগলা জগাই
সেই যে বই পাড়ায় অশোকদার তিন পুরুষের দোকান 
সেই যে মোক্ষদা আর বিনয়, বাদলের স্ট্যাচু 
তুমি কি তাদের খবর রাখো 
কেমন আছে তারা? 
.
সেই বার সেই  স্টেজের পিছনে সেই বৃদ্ধ চোখদুটো
সেই যে নন্দনে দেখা সেই বাঁশীওয়ালা 
সেই যে পাঁচমাথায় সেই একলা আলোর স্তম্ভ
সেই যে খেলার মাঠ আর স্কুলের টিফিনের গল্প
তুমি কি তাদের খবর রাখো 
কেমন আছে তারা? 
.
দেখো সময়ের বুকে আজ মৃত্যুর নোটিশ
দেখো সময়ের মুখে আজ মৃত্যুর কথা 
কিসের জন্য অপেক্ষা, সেই কি  একটা নোটিশ? 
নাকি দূঃখের? 
দেখো এই গ্রহটা বড় দুঃখী হয়ে যাচ্ছে 
ফোন কর, খবর নেও 
কেমন আছে তারা?  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...