Saturday, May 8, 2021

কিন্তু কেন



কিন্তু কেন 
... ঋষি 
যুদ্ধ মাত্রই ধর্মের হবে, এমন তো নয় 
সময় মাত্রই প্রগতীর হবে, সেটা ঠিক নয় 
ঠিক নয় স্বার্থের  পৃথিবীতে আপনি মৃত্যুর অপেক্ষায়,
অনেকগুলো প্রশ্ন নিজের বুকে হাত দিয়ে উঠে আসছে 
কেন? 
.
এটা কোন ভারতবর্ষ? 
একজনের জন্য সুইমিংপুল, অন্য জনের পানা পুকুর
একজনের সন্তান দুধে ভাতে, অন্য জনের পেটে ভাত নেই 
একজনের জন্য ওষুধ, বারুদ আর  কমপ্লিট প্রোটেকশান 
অন্যজনের গলিতে ম্যালেরিয়া, ডেংগু, হাতে পায়ে হাজা 
এটা কোন ভারতবর্ষ? 
.
আপনি আকাশ বিক্রি  করলেন 
আপনি বাতাস বিক্রি করলেন 
আপনি ট্রেনের লাইন, ব্যাংকিং সিস্টেম আর বসন্ত বিক্রি করলেন, 
ব্রিজের উপর দিয়ে ট্রেন গেল 
ব্রিজের নিচে একদল মানুষ তখন সংসার বানাচ্ছে,
আকাশের নীল ছিঁড়ে ছুটে গেল প্রগতীর জেট
আর মাটিতে দাঁড়িয়ে কিছু ন্যংটো শৈশব হাততালি দিল 
এটা কোন প্রগতী? 
.
আপনি ভারতবর্ষ অনলাইন করে দিলেন 
আপনি মানুষের খাওয়া, পড়া, বাঁচা সব অনলাইন করে দিলেন, 
মানুষের হাতে দিলেন ৪ জি মোবাইল, 
আপনি জানেন কি মোবাইলে সব পাওয়া যায় 
কিন্তু পাওয়া যায় না রুটি। 
মোবাইল পর্নসাইটে আপনি উত্তেজনা দিলেন 
অথচ উত্তেজনা ছাড়াই এ দেশের গরীব মেয়েগুলো মা হয়ে গেলো 
আপনি উন্নয়নের নামে ক্লাবগুলোকে দিলেন কাঁচা টাকা
তাতে ভারতবর্ষের যুবকেরা সব নেশাড়ু হয়ে গেলো, 
আপনি চাকরী দিলেন না
আপনি শিক্ষা দিলেন না 
দিলেন না এই দেশের মানুষগুলোকে মানুষের অধিকার 
কিন্তু কেন? 





No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...