Wednesday, May 26, 2021

শূন্য থেকে শুরু

.

শূন্য থেকে শুরু 
.... ঋষি 
ইচ্ছে করে তোমার কাছে পৌঁছে যাই
ভালোবাসার উচ্চারন, 
তারপর, তারপর
    তারপর............. পাখিদের ঘর। 
শূন্য  থেকে শুরু করি একলা একটা ভাষা
মানে? 
মেয়েটি জানলা খুলে দাঁড়িয়ে
জানলা দিয়ে আদিম হাওয়া
তারপর........... 
মেয়েটাকে ভালোবাসি সে জানলেই অহংকারী হয়ে ওঠে
হয়তো ঈর্ষা প্রবল, 
    এসব প্রাগৈতিহাসিক প্রবচন 
আমি কবিতা বুঝি, বুঝি মেয়েটাকে 
জল্লাদ এসে দাঁড়ায়, উপড়ে নেয় হৃদপিন্ড 
..…...................ভালোবাসা জল্লাদ তাই। 
ইচ্ছে করে তোমার কাছে পৌঁছে যাই
মেয়েটি কবির চোখের দিকে সোজাসুজি তাকায় 
        কাজল লাগানো ডাগর চোখ, প্রতিবাদী রঙ
.…..............................ভালোবাসা চিরন্তন 
কেঁপে ওঠা ঠোঁট, আনমনে তাকিয়ে ঈশ্বর 
মেয়েরা ভালোবাসলে ছোট হয়ে যায়। 
সত্যি বলতে কি 
মেয়েটা জানলা খুলে দাঁড়িয়ে, সিলিংএর দিকে চোখ 
ক্যাচ করে জানলা বন্ধ হয়, 
মেয়েটা নাভিজল ছুঁয়ে, সব আগুনে পুড়িয়ে 
              আমার দিকে তাকায় 
               তুমি জানো আমার কষ্ট হয়। 





No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...