Thursday, February 10, 2022

ভালোবাসার ভ্যালেন্টাইন




 ভালোবাসার ভ্যালেন্টাইন 

... ঋষি 

.


একটা রিভলভার ,ছটা বুলেট 

বারুদ ,হৃদয় ,সিসে ,রক্ত 

গুলি করছি ,এক ,দুই ,তিন ,চার পাঁচ ,ছয় 

যা শালা ,,, সব সম্পর্ক 

আর গুলি নেই ,তবে আরও অন্তত দুটো বুলেট দরকার

চুমু দিবস আর ভ্যালেন্টাইন দিবস বেঁচে গেলো। 

.

সম্পর্ক 

পরিধির বাইরে দাঁড়িয়ে আকাশ ছুঁয়ে দেখেছো কখন 

কারণ ছাড়া সুতোগুলো একসাথে একটা শীতের সোয়েটার 

শীত শেষ 

সম্পর্ক তুলে রাখা হলো সস্তা ফটোএলবামে আলমারীর ভিতর ,

নিতান্ত প্রিয়জন ছাড়া কজন মনে রাখে সম্পর্ক 

কারণ ছাড়া সম্পর্কে থেকেছে কজন ?

.

ঈশ্বর হাজার সরগমে ছুঁয়েছেন প্রেম 

শুনতে ভালো লাগে ,পড়তেও ভালো ,স্পর্শে ভালো 

শধু অনুভব ?

যন্ত্রনা এই ধুলো মাখা শহরের পাতায় পাতায় নিঃশ্বাসে কষ্ট হয়। 

আমি অন্য গ্রহের বাসিন্দা 

তাই তোমাকে চুমু খেলে খানিকটা বাঁচার মানে পাই ঠিক 

কিন্তু দুঃখ থেকে যায় তখনও  

ক্ষনিকের ভগ্নাংশে ভালোবাসা বোধহয় হিসাবি ব্যবসায়ী।

তবু একটা দিন আসে 

                     ভালোবাসার ,

সেন্ট ভ্যালেন্টাইনের নাম করে উদযাপন হয় 

নিয়ম মাফিক প্রেমিক ,প্রেমিকা বলে ভালোবাসি 

তারপর দিন ফুরিয়ে গেলে 

ভালোবাসা ফিরে আসে নিজের ডেরায় 

ক্লান্ত ,একা থাকা অনুভবের মতো। 

 

 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...