Saturday, February 5, 2022

খালিপায়ে


 খালিপায়ে 

... ঋষি 


ঈশ্বর আর চলন্তিকার মাঝে তফাৎ 

শুধু সময়ের যোগাযোগ ,

কেউ এগিয়ে যায় সময়ের সরণিতে নিজের ভবিতব্য 

ঈশ্বর দাঁড়িয়ে থাকে আকাশে মাথা রেখে, 

সময়ের ঘরে ঈশ্বরের বোকামির কোনো চটিজুতো নেই 

ঈশ্বর ধুলোমাখা   তাই খালিপায়ে। 

.

আমি আকাশ খুলে দেখি 

হৃদয়ের বাক্সে রাখা ঈশ্বর হাসতে থাকে নিজের ভূমিকায় 

চলন্তিকা আকাশের ঘরে থাকে 

নিজের বাঁচার গল্পে ঘাসের সুতোয় সেলাই করে হৃদয় বারংবার 

তার কাছে বেঁচে থাকা মানে 

       শুধুও কালকের গল্প। 

.

আসলে সব গল্পের শেষে একটা ফুলস্টপ থাকে 

কিন্তু ঈশ্বর কোনো ফুলস্টপে বিশ্বাসী নয় 

ঈশ্বর কোনো কবিতার সকালে চলন্তিকার কুঁড়োনো ফুলে তুষ্ট হয় 

কিংবা সকালের শিশিরে পা ডুবিয়ে  ভাবে 

                        ...... একটা দিন। 

কিন্তু নিয়ম করে দিন ফুরিয়ে যায় 

আকাশের হাজারো নক্ষত্রের বুকে মাথা রেখে ঈশ্বর ওপর থেকে পৃথিবী দেখে 

ঈশ্বরও অবাক হয় 

পৃথিবী কতো সুন্দর ,কতো সাজানো প্রলোভন 

ঈশ্বর বুঝতে পারে বাঁচার মানে 

ঈশ্বর দেখে চলন্তিকা ঘুমিয়ে তার নিজের গৃহস্থে রানীর মতো 

আসলে মেয়েরা ঘুমিয়ে থাকলে পৃথিবী এমন শান্ত হয়,

ঈশ্বর হাসে মনে মনে 

                        .... এমন করে হৃদয় হেরে যায়।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...