Friday, February 18, 2022

যাক সব চুকে গেলো তবে



 যাক সব চুকে গেলো তবে 

,,,, ঋষি 

.

এইবার মরে গিয়ে সোজা ঢুকে যাবো তোমার পেটে  

সমস্ত কষ্ট ,অধিকারবোধ ,বিশ্বাস ,বিশ্বাস ঘাতকতা 

সমস্ত যন্ত্রণারা বেড়ে  চলেছে চক্রবৃদ্ধি হারে   

এইবার ফিক্সড ডিপোজিট  ভেঙে হিসাব মেলানোর সময় হলো 

সময় হলো তোমার পেটে ঢুকে যাবার। 

.

এখনো অবধি আমার বিশ্বাসগুলো মরতে দি নি 

অপেক্ষা করেছি বেঁচে ফেরার 

অথচ তুমি ভেবোছো তোমার গীতবিতানের ১০১ পাতায় শুকনো গোলাপটা 

অনেকদিন মরে গেছে ,

মরে গেছে সেই মানুষটা যার অনুভূতিগুলো গাড়ি চাপা পড়েছে 

চাপা পড়েছে সেই মানুষটা এই শহরের ধুলোর নিচে। 

.

তাই এইবার ঠিক করেছি মরে গিয়ে সোজা ঢুকবো তোমার পেটে 

অসংখ্য স্তব্ধতায়  মিশে তুমি  যখন ব্যস্ত শিরাউপশিরার প্রেমে 

যখন এই শহরের ধুলোয় সত্যিগুলো ভীষণ মিথ্যে ঘেঁষা 

যখন এই মনের হাইড্রেনে বাড়তে থাকে অসংখ্য অবিশ্বাস 

তখন তুমি জানতেও পারবে না 

তোমার গভীরে বেড়ে চলেছে এক ভালোবাসার ভ্রুন 

নষ্ট কোনো দিনে 

তুমি প্রসব করবে একটা মরা শিশু 

তুমি বুঝতেও পারবে না সেদিন আমি সত্যি বেঁচে 

অথচ তুমি ফ্যাল  ,ফ্যাল করে তাকিয়ে সেই মৃত শিশুর চোখে আমাকে খুঁজবে 

মনে মনে বলবে ,যাক সব চুকে গেলো তবে।    

 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...