Friday, February 4, 2022

কবিতার ঘরবাড়ি

 কবিতার ঘরবাড়ি 

... ঋষি 


সময়ের কালঘড়ি শুধু মানুষকে নিয়ম দেয় 

কিন্তু কবিতা দেয় না ,

আসল কথাটা হলো  কবিতা সময়ের খুঁজে নিতে হয় 

কবিতা কাউকে ধরা দেয় না। 

.

মানানসই শব্দদের  সাথে নিয়ে সময়ের সন্ধান

বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা ,মিথ্যের দিনে সত্যি কবিতা 

আসল কথাটা হলো এক ঠোঁট থেকে অন্য ঠোঁটে কবিতার ঘরবাড়ি 

কবিতার জন্ম সত্যি হলেও ,কবিতার যে মৃত্যু হয় না। 

.

তাই প্রতিদিন তার অপেক্ষায় থাকা 

দিনের থেকে রাতের থেকে প্রহরজুড়ে  অজস্র আঁকিবুকি 

আসল কথাটা  হলো কবিতার জন্মস্থান ,কবিতার গর্ভ 

পৃথিবীর মুখ ছুঁয়ে কবিতা কখনো মিথ্যে হয় না। 

.

তাই তো আমি তোর দিকে তাকিয়ে থাকি দূর থেকে 

এক প্রস্থ সংসার আমার কবিতার ঘরবাড়ি 

আসল কথা হলো তোর সাথে যদি বহুদিন দেখা না হয় 

আমার যে আর কবিতা আসে না। 

 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...