Wednesday, February 9, 2022

ভালোবাসার শহর

আজকাল ভালোবাসা জুড়ে আক্রোশ, অবসাদ, অবহেলা 
আর বিশ্বাস? 
না নেই,এই শহরে 
শুধু অধিকারের গল্পে  একলা দাঁড়ানো গাছটা  প্লস্টিকের 
সেখানে সবুজ শব্দটা ড্রয়িংরুমের নকল ফটোফ্রেম। 
.
আমি ক্লোরফিল খুঁজেছি 
সময় মাটির নিচে শুয়ে থাকা অতীতের প্রশ্ন তুলে এনেছে 
অনায়াসে শুনছি প্লাস্টিকে মুড়ে চারিপাশে একে অপরের মুখে ভালোবাসি 
কিন্তু শান্তি?
না নেই এই শহরে,
শুধু সারা শহর আজ নকল প্লাস্টিকে ভালোবাসার কারখানা। 
.
প্রতিদিন কারখানায় প্রোডাকশন  হচ্ছে ভালোবাসা 
প্রতিদিন বদল হচ্ছে ভালোবাসার মানে 
আসলে কেউ কারোর ভিতর বাঁচতে চাইছে না 
শুধু মরতে চাইছে মিথ্যে ভালোবাসার মোড়কে। 
তাই আজ সারা শহর জুড়ে মৃত কতগুলো ভালোবাসার গাছ 
প্লাস্টিকের, 
হাসছে, খেলছে, হাত ধরে ঘুরছে 
অভিনয়ে শরীর শরীর খেলতে খেলতে বলছে ভালোবাসি 
কিন্তু বিশ্বাস করুন 
বেশিরভাগ কেউ ভালোবাসছে না এই শহরে 
শুধু ভালোবাসাকে প্লাস্টিক ভেবে 
নিজের প্রয়োজনে ব্যাবহার করছে
সত্যি বলতে কি এখন ভালোবাসা কার্বনডাইঅক্সাডের থেকে বিষাক্ত এই শহরে
মনখারাপের কারণ
 সম্পর্কে আজ ক্লোরোফিল নেই বলে। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...