হয়তো তুমুল ঝড়ে মাঝ নদীতে ঈশান মাঝিকে বলতে শোনা যাবে না
মেঘের টান বড় বেশি,বাড়ি ফিরে চলুন কর্তা,
তবুও বোকার মতো তোমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে
ভালো লাগে হঠাৎ বাতাসের সাথে চুপি চুপি তোমার কথা৷ বলতে।
.
হয়তো কিছু করা যাবে না
হয়তো আমাকে কোনো অন্নপূর্ণা দিদি বলবে না
রাত অনেক হলো,বাড়ি যাস না,
তবুও বাসের জানলার পাশে হঠাৎ সীট পেলে আনন্দ হয়
তবুও ভালো লাগে পথচলতি তোমার দিকে তাকাতে
হয়তো ভাবি, এই তুমি বল্লে ফাঁকা আছো।
.
হয়তো কিছু করা যাবে না
হয়তো তোমার বারান্দায় একলা পাখিটা খাঁচায় থাকবে চিরকাল,
তবুও কেন জানি এই শহরের পথেঘাটে কোন প্রেমিক প্রেমিকা দেখলে বুকটা মুচরে ওঠে।
হয়তো আর চাঁদে যাওয়া হবে না
হয়তো আমার আর সিনেমার নায়ক হওয়া হবে না
তবুও সিগারেট খাওয়া স্বাস্থর পক্ষে ক্ষতিকারক জেনেও সুখটান দি
তারপর ভাবি
হয়তো এমন কোন সত্যি কবিতা কোনদিনও লেখা হবে না
যেখানে সময় থাকবে না।
No comments:
Post a Comment