Friday, February 18, 2022

কথার কথা

 


কথার কথা 

.... ঋষি 


কাল যাকে বলেছি আজ সে নেই 

কাল যাকে বলেছি শুভ জন্মদিন ,আজ তাকে খুঁজে পাই না 

অতনুকে বলেছিলাম আবার দেখা হবে ,হয় নি

প্রমীলা বলেছিল ফিরে আসবে ,আসে নি 

আসলে সকলেই চেয়েছিল কথা রাখতে ,রাখে নি 

কোনো গোধূলি ,কোনো টেলিগ্রাম ,পুরোনো ডাকবাক্স 

আজ আর নেই। 

.

চার রাস্তার মোড়ে দাঁড়ানো বয়স্ক  ভিখিরিটাকে ভেবেছিলাম 

কাল থেকে পাঁচ টাকা দেবো 

সন্ধ্যেয়  অফিস ফেরত দেখি সেখানে কেউ নেই

বেশ কিছুদিন পরে সেখানে অন্য কেউ ভিক্ষা করছে  ,

ভেবেছিলাম আমিও অনেক কিছু 

কিন্তু সত্যি অনেককথাই নিজের সাথে রাখা হলো না। 

.

এইভাবে অতনুর বদলে অনিকেত 

প্রমীলার বদলে নমিতা 

শুধুই বদল ,

সকলেই আছে হয়তো , কেউ নেই 

কিংবা সকলেই চেয়েছিল কথা রাখতে ,

                         কিন্তু রাখতে পারে নি কেউ । 

কেউ কথা দিয়েছে ,কেউ কথাই দেয় নি 

 কেউ ভেবেছে কথা রাখবে ,কেউ কোনোদিন ভাবেই নি 

শুধুই অদলবদল 

আজ কারো জন্মদিন ,কাল সে নেই 

অথচ সে আছে ,কিন্তু মাঝে মাঝে নেই 

তবে সকলেই কথা রাখতে চায় ,কিন্তু বেশিরভাগ রাখে না।   

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...