Friday, February 11, 2022

সত্যি মিথ্যা

 সত্যি মিথ্যা 

... ঋষি 


আলতো কোনো প্রলেপ ছিল তোমার গালে 

সত্য না কি মিথ্যা আমি সময় জানে ,

ভিক্তোরিয়ার ছাদের ওপর একলা পরী 

সময় দিয়ে মিথ্যে ধুলোয় সত্যি গড়ি। 

.

আমার কথা আগুনসুখ সময় জানে 

এমন কিছু বলার ছিল ইমন টানে 

ভালো আছি ভালো থেকো শুধুই বলা 

বলার কথা হাজারো সুখ কত ধানে। 

.

অব্যক্ত এই অর্থগুলো পৃথিবী কল 

চোখের পাঠায় শুকিয়ে আছে চোখের জল 

দরজা খুলে পিছন ঘুরে সময় খোঁজা 

সময় আর মানুষে আজ আদমের কল। 

.

সবকিছুতে ফুরিয়ে যাওয়া বলাই সোজা 

ফুরিয়ে গিয়ে ফিরতে চাওয়া সময় খোঁজা 

আমার কাছে ইচ্ছে মতো তোমার এ সুর 

চোখের স্বপ্নে লেগে আছে মৃত্যু সাজা। 

.

আলতো করে সাজিয়ে নেবো নিজের তালে 

ভুল ভাঙলে ,ভুলগুলো সব সত্যি জানে 

এবার তবে চুকিয়ে দেওয়ার অন্য মেলা 

জীবন তবু মিথ্যেগুলো সত্যি মানে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...