সত্যি মিথ্যা
... ঋষি
আলতো কোনো প্রলেপ ছিল তোমার গালে
সত্য না কি মিথ্যা আমি সময় জানে ,
ভিক্তোরিয়ার ছাদের ওপর একলা পরী
সময় দিয়ে মিথ্যে ধুলোয় সত্যি গড়ি।
.
আমার কথা আগুনসুখ সময় জানে
এমন কিছু বলার ছিল ইমন টানে
ভালো আছি ভালো থেকো শুধুই বলা
বলার কথা হাজারো সুখ কত ধানে।
.
অব্যক্ত এই অর্থগুলো পৃথিবী কল
চোখের পাঠায় শুকিয়ে আছে চোখের জল
দরজা খুলে পিছন ঘুরে সময় খোঁজা
সময় আর মানুষে আজ আদমের কল।
.
সবকিছুতে ফুরিয়ে যাওয়া বলাই সোজা
ফুরিয়ে গিয়ে ফিরতে চাওয়া সময় খোঁজা
আমার কাছে ইচ্ছে মতো তোমার এ সুর
চোখের স্বপ্নে লেগে আছে মৃত্যু সাজা।
.
আলতো করে সাজিয়ে নেবো নিজের তালে
ভুল ভাঙলে ,ভুলগুলো সব সত্যি জানে
এবার তবে চুকিয়ে দেওয়ার অন্য মেলা
জীবন তবু মিথ্যেগুলো সত্যি মানে।
No comments:
Post a Comment