হারানো পথ
... ঋষি
লোকটা ট্রাম লাইনের ওপারে দাঁড়িয়ে সন্ধ্যের শহরে
সামনে দিয়ে জনকোলাহল ,গাড়ির হর্ন ,হকারের চিৎকার
লোকটা নির্বিকার
লোকটার একমাথা ঝাঁকড়া চুল ,না কামানো দাঁড়ি ,ছেঁড়া পাঞ্জামী
কে জানে ,লোকটা চান করে নি কতদিন ?
.
এক সদ্য বিবাহিত পুরুষ তার স্ত্রীকে প্রায় বুকের কাছে আগলে
লোকটার উদ্দেশ্যে বলে
এই পাগলা ,যা এখান দিয়ে যা ,
এক নারীকণ্ঠ পাশ দিয়ে বলে ওকে ভিক্ষে দেও ও চলে যাবে ,
লোকটা পকেট দিয়ে একটা পাঁচটাকার কয়েন বের করে বটে
লোকটা দুলতে দুলতে চলে যায় পাশের পার্কের দিকে
লোকটার মুখে ঈশ্বরের হাসি যেন।
.
তখন বোধহয় রাত বারোটা
লোকটা পার্কের বেঞ্চের থেকে গড়িয়ে নামে ঘাসের উপর
ভিজে ঘাস ,সে যেন আকাশের নক্ষত্রের মাঝে সন্তানের কথা
অশ্বিনী ,মৃগশিরা ,উত্তরফাল্গুনী ,চিত্রা ,বিশাখা
কি বেশ নাম তার সন্তানের
কে সেটা ছেলে না মেয়ে ,
চিৎকার করতে ইচ্ছে করছে লোকটার
পথ হারিয়েছে সে
কিছুতেই খুঁজে পাচ্ছে না বাড়ির পথ ,
ঠিক একটা সময় চোখের অন্ধকার সরিয়ে এগিয়ে আসে একজন যুবক
কাঁদতে কাঁদতে লোকটাকে বলে বলে বাবা বাড়ি চলো
লোকটা বলে কে তুমি ?
যুবকটি উত্তর দেয় আমি অশ্বিনী
বাড়ি চলো ,মা আর নেই !!
No comments:
Post a Comment