Friday, November 8, 2013

RISHI026@GMAIL.COM


### "ভাঙ্গা গড়া"###
লেখক : ঋষি
*********************************
কিছু বছর পর যখন দেখা হবে
বোলো না জানি কেমন আছো   ?
বোলো না জানি কোথায় আছো ?
কারণ তুমি জানো
দুই পথের এক রাস্তা।
আজ বদলে গিয়ে
এক  রাস্তার দুই পথে আমরা
কিছু দুরে ,কিছু কাছে ভাঙ্গা গড়া  জীবন।

আমি জানি এমন হবে
আজ থেকে কিছু বছর পরে ,
তোমার খোলা চুলে মৃত প্রেমের সুরভী।
তোমার চোখে তখন প্রলয়ের দুন্দুভী
বদলে গিয়ে ছুঁয়ে যাবে পুরনো সময়ের ছবি
তোমায় স্পর্শ করবে ছায়াছবির মতো।

কিছু বছর পর আবার যখন দেখা হবে
বোলো না জানি তুমি আছো দাঁড়িয়ে ,
চেনা পথের  ধারে
চেনা হৃদয়ের ঘরে পাশা পাশি।
কারণ তুমি জানো
দুদিনের এই জীবন ,
তখন বদলে যাবে
সুদ  জমা হবে সময়ের ঘরে।
*********************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...