Saturday, November 16, 2013

RISHI026@GMAIL.COM


## " বিপ্লব " ##
লেখক : ঋষি
********************************
রাইটার্স বিল্ডিংএর মাথায় বসে দেখি
বিপ্লব এক বদল।
জানি না এই বিপ্লব কত দূর আছে
কখন কোথায় রাখা আছে।

দূর থেকে শুধু  দেখি
মৃত মায়ের যোনিতে হায়নার লালা লেগে।
দেখি কোনো এক অনাথের বিস্মিত দৃষ্টি
অনিদ্রিত মানুষের চোখে  দেখি ভয়।
বিস্ময় যদি বদল হয়।

রাস্তার ধুলোমাখা আঁচলে বিপ্লবের বাস
রক্তমাখা অদৃশ্য বিপ্লব শুয়ে  চেতনার সাথে।
ঘুম ভাঙ্গে না
ভাঙ্গে না ঘুম
এই বিপ্লব তার যদি বদল হয়।

আমি দূর থেকে দেখি বিপ্লব কাঁদছে
মানুষের চোখে ,মুখে আগুনের লাভা
ঘুমন্ত বিপ্লব শব্দহীন হয়।,
কিন্তু দীর্ঘজীবী নয়।
**********************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...