Friday, November 1, 2013

RISHI026@GMAIL.COM


### " চোরা বালি " ###
লেখক : ঋষি
****************************
ভীষণ নরম বিশ্বাস করো
সত্যি পায়ের তলায় মাটিটা।
একটা অঘটন ঘটতেই পারে
যদি সরে যায় তোমার বুকের কাপড়।

তখন বোলো না যেন চোরাবালি
বলো  না  পুড়ে গেলাম
ইস মাংসের গন্ধ।

বিশ্বাস করো আমি জানি
তোমার বুকের উষ্ণতা।
বহুবার মেপেছি অন্ধকার স্রোতে
বহুবার আমি ডুবিয়েছি নিজেকে।
মৃত্যু আর মৃত্যুর ওপারে রাখা চোরাবালি
চুরি করেছি তোমায় অন্যথায়
ডুবে গিয়েছি আরো গভীরে।

মনে করেছি এই তো কাছে তুমি
মনে করেছি নগ্ন হৃদয় মাদুরে
বিছিয়ে রাখা আদুরে  তোমায়।

ভীষণ  নরম বিশ্বাস কারো
অন্ধকার আর হাতছানি নগ্নতার।
আমি চাইনি ডুবে যায় আমি গভীরে
তোমার শরীর চোরা বালি।
*****************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...