Monday, November 4, 2013

RISHI026@GMAIL.COM


### " তুমি আসবে " ###
লেখক : ঋষি
************************************
একটা কাক ডাকলো অবেলার শীতের দুপুরে
সামনে ভিক্টোরিয়ার ছায়ায় এক কু ডাকে মনে।
সবার অলক্ষ্যে বুকের ভিতর
একটা ছুঁড়ি গেঁথে যায়।
বিদায় বেলার রৌদ্র ঝরতে থাকে
এক সমুদ্র আশা।

ভয় করে বড় ভয় করে
ছিঁড়ে যাওয়া তারের ভয়।
একপ্রান্তে আটকে থাকা রৌদ্র পথের উপর
বিদায়ের কথা বলে যায়.
চলন্ত ট্রামের জানলায় খুঁজতে থাকা মুখ
অফিস কাছারির ক্লান্ত শব্দগুলো
ছুঁয়ে যায় ,সব  অগোচরে।
একটা কথা বলে
তুমি আসবে তো।

একটা কথা মাথা থেকে ঝিন ঝিন
একটা মুখ সবার মাঝে খোঁজা।
একটা হৃদয়, হৃদয় ধরতে চাই
একটা প্রানের ভালোবাসা খোঁজা।
সব মিথ্যা সব সত্যি
তোমার আসার সাথে একসমুদ্র আশা।
**************************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...