Saturday, November 9, 2013

RISHI026@GMAIL.COM


## " প্রেম কই " ##
লেখক : ঋষি
**********************************
প্রেম প্রেম গন্ধ লাগা শরীর
প্রেম কই ?
থরে থরে সাজানো মাংসের শরীর
সব আছে
মরুভূমি দিয়ে হেঁটে ,
উরুর মাঝে সুন্দরী তৃষ্ণা অরণ্যের হাতছানি
পাহাড় পর্বত মালভূমি।
কিন্তু প্রেম কই ?
সব আছে আজকের শরীরে প্রেম বাদে।

বিশ্বাস ঘাতক প্রেম লুকিয়েছে
কোনো কালের কুঠরিতে।
মাঝরাতে চমকে ওঠা সাপের হাত
না প্রেম নয়।
একটা স্পর্শ চাহিদা
প্রেম প্রেম খেলা।
মাংস লোভী মানুষের চাহিদা
কিন্তু প্রেম মাংসাসী নয়।
********************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...