Wednesday, November 27, 2013

RISHI026@GMAIL.COM


### " তুই জানিস " ###
লেখক : ঋষি
**************************************
তুই জানিস ,তোর একটা চুমুর জন্য
আমি ছুটে যেতে পারি কলকাতার উত্তর থেকে দক্ষিনে।
নন্দন চত্তরে ,ভিক্টোরিয়ার মাঠে
যখন কোকিল ডাকে
তখন তার মাঝখানে আমি শুনি তোর গলা।
তুমুল বৃষ্টিতে যখন কলকাতা একগলা জলে
আমি দাঁড়িয়ে থাকি একলা তোর অপেক্ষায়।
শুনশান শীতের স্মশানে আগুনের ছাই
তার মাঝে আমি প্রেম খুঁজি
খুঁজি তোকে দিনে রাতে পাগলের মতো।

এ এক অদ্ভুত সত্য
এ এক অদ্ভুত ভালো লাগা প্রেম।
খোলা নীল  আকাশে ঘুড়ির মত উড়তে থাকে
পাখির মত চলে যায় হৃদয়ের ওপারে।
কেমন যেন একটা আবছা ছায়া
একটা তৃতীয় কেউ  অন্তর গহ্বরে।
অগ্নুপাতের লাভার থেকে পবিত্র
এক অকিত্রিম ঢেউ হৃদয়  আঁধারে।
বর্ণনাহীন  অচিন্তন আকাঙ্খার ওপারে
তুই জানিস ,বড় নিস্তব্ধ তুই।
****************************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...