Saturday, November 23, 2013

RISHI026@GMAIL.COM


### নতুন সকাল " ###
লেখক : ঋষি
*****************************
কয়েক লক্ষ অন্ধকারের মেঘ সরিয়ে
এক চিলতে আশার পৃথিবী।
চলতে থাকা পথের উপর
ঝরে পরা অদৃশ্য সীসার বৃষ্টি
তবু মিষ্টি সকালের শিশির।

জ্বলে যায় ,ভেঙ্গে যায় বুকের ভিতর
এক শুন্য নিস্তব্ধ শান্তির স্বপ্ন।
একটা আদুরে পৃথিবীর গাল
একটুকরো স্বপ্নের চুমু
তাইতো অপেক্ষায়।

মুখ  টিপে হাসে
চোখে চোখ রাখে
এ চোখে জল ,ও চোখে স্বপ্নের কাল।
তাইতো  পৃথিবীর পথ  চলা
তাইতো প্রতিদিন নতুন সকাল।
******************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...