Wednesday, November 27, 2013

RISHI026@GMAIL.COM


#### " অনিদ্রিত অস্তিত্ব " ####
লেখক : ঋষি
****************************
রাতবিরাতে শব্দের সৌন্দর্য্যমালা
নৃত্য করে মশারির ছাদে।
আটকে থাকা নাকের নিঃশ্বাসে
কিছু শব্দ খাবি খায় গলার কাছে।
যাদের তরঙ্গিত ঢেউ মস্তিষ্কের ফাঁকে ফাঁকে
কথায় রাখি ধরে এমনসব দৈত্য
কোনটা স্মৃতি আর জীবনের বৈচিত্র।

শৈশবের পরে থাকা জীর্ণ খাতায়
কিছু অশৈশবীয় চেতনার ছুড়ি।
চিরে যায় যৌবনের দিনগুলি
অদৃশ্য অস্তিত্ব অনিদ্রার সাথে।
জমা মেঘে বৃষ্টিহীন রাত
চেতনার সাথে মনুষত্বের বাস
সব খাবি খায় অন্ধকার রাতে।

অস্তিত্ব করাল অস্তিত্ব ছায়া
জীবনের সাথে মোড়া পোড়া দাগ।
জ্বলতে থাকে অদৃশ্য আকাশের তারা
কত আশা কোনো বৃষ্টিবিহীন রাতে।
আবার দেওয়ালের গায়ে কাটাকুটি লেগে
কপালের দাগ হাতের রেখার সাথে
অনিদ্রিত স্পন্দন খাবি খায় সময়ের সাথে।
*****************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...