Saturday, November 9, 2013

RISHI026@GMAIL.COM


### " প্রেম আর কষ্ট " ###
লেখক : ঋষি
************************
একা থাকার কথা মনে হলে
মনে হয় ওটা  শরীরের বদ রক্ত
যেটা না চাইলেও থেকে যায়।

অন্ধকারের ওপারে হাতড়ে  যা পায়
তাতো প্রেম।
বদলানো সময়ের বদলানো নিরিখে
দুধে জলে পরমহংসের মতি ,
আসলে দুধের থেকে জল যে বেশি।

জীবনের পথে ছড়ানো রাতে
পথের কুকুর হলো কষ্ট।
শুধু অনাদরের ঘেউ ঘেউ
এর হাত চাটা ওর ঘরের দোর ,
আসলে চেষ্টাটাই নষ্ট।

একা থাকার কথা মনে হলে
কারণ খুঁজি সেই প্রেম আর কষ্ট,
আসলে এগুলি ছাড়া জীবনটা ভ্রষ্ট।
*************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...