Monday, November 4, 2013

RISHI026@GMAIL.COM


### " অবলম্বন " ###
লেখক : ঋষি
**********************************
যখন ধুলোর গর্ভ থেকে জন্ম হলো আমার
যখন পৃথিবীর পথে মৃত্যুগামী আমি।
আমার পথে
রোজ ধুলোবালি তুমি।

সাত রঙা যে আলো আমি দেখি বারোমাস
তার সমুদ্রের জলে কাদা।
সাত সমুদ্রের ওপারে যাকে স্পর্শ করি
সেই তুমি আমার ঘরে।
এক নিঃশ্বাসে আমি বলি তোমার নামতা
তুমি এক কে তুমি।
তুমি দি গুনে তুমি
তুমি তিন কে তুমি,
বেড়েই চল  ...  বড় নিলজ্জ তুমি।

যখন ধুলো ঘামে ক্লান্ত আমার  মুখ
যখন পথের উপর ধুলোর শান্তি গড়ি।
তার সাথে কয়েক ফোঁটা জল
নিজের জীবন নিজেই কাদা করি।
************************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...