Monday, November 25, 2013

rishi026@gmail.com


### " তোদের কথা " ###
লেখক : ঋষি
**************************
এই মেয়ে আবার আশা করলি
বারণ করেছি না।
জানিস না
আশায় মরে চাষা।

এটা তো বাঁধা ধরা কপাল লেখন
ছোটো থেকে বড়
বড় থেকে বাড়ন্ত হতে
কতবার শুনলি না আর না
এটাই মেনে নিতে হয়।

সমাজ আর সমাজের বন্য পাঁকে
তোরা হলি ফুলের কলি।
ফুটবি ,হাসবি,আলো ছড়াবি
তারপর পচে মরবি
কিন্তু তোদের বাঁচতে হবে।

তোরা বাঁচবি তবে না নতুন ফুল
নতুন কলি চটকাবার সুযোগ।
তাদের শরীরে কতজনের সোহাগ
কত জনের দরকারী তুই
তুই না হলে চলবে না।

কিন্তু মুখ খুলিস না
পচে মর,জ্বলে মর, পুড়ে মর.
কিন্তু কাউকে বলিস না
মনের কথা ,অস্তিত্বের কথা
শুধু বাঁচ তা হলেই চলবে।

এই মেয়ে তোদের আশা নেই
তোদের জীবন নেই ,নেই স্বপ্ন।
ভুলে যাস না
অন্যের বাঁচা হলো তোদের বাঁচা।
***************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...