Monday, November 25, 2013

rishi026@gmail.com


### " তোদের কথা " ###
লেখক : ঋষি
**************************
এই মেয়ে আবার আশা করলি
বারণ করেছি না।
জানিস না
আশায় মরে চাষা।

এটা তো বাঁধা ধরা কপাল লেখন
ছোটো থেকে বড়
বড় থেকে বাড়ন্ত হতে
কতবার শুনলি না আর না
এটাই মেনে নিতে হয়।

সমাজ আর সমাজের বন্য পাঁকে
তোরা হলি ফুলের কলি।
ফুটবি ,হাসবি,আলো ছড়াবি
তারপর পচে মরবি
কিন্তু তোদের বাঁচতে হবে।

তোরা বাঁচবি তবে না নতুন ফুল
নতুন কলি চটকাবার সুযোগ।
তাদের শরীরে কতজনের সোহাগ
কত জনের দরকারী তুই
তুই না হলে চলবে না।

কিন্তু মুখ খুলিস না
পচে মর,জ্বলে মর, পুড়ে মর.
কিন্তু কাউকে বলিস না
মনের কথা ,অস্তিত্বের কথা
শুধু বাঁচ তা হলেই চলবে।

এই মেয়ে তোদের আশা নেই
তোদের জীবন নেই ,নেই স্বপ্ন।
ভুলে যাস না
অন্যের বাঁচা হলো তোদের বাঁচা।
***************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...