Thursday, November 21, 2013

RISHI026@GMAIL.COM


### " ধোঁয়া ছায়া " ###
লেখক : ঋষি
*****************************
সিগারেটের চুমুকে তুমুল আলোড়ন
একগাদা ধোঁয়ার মাঝে অস্তিত্ব।
কম্পিত হৃদয়ের চিরে দেওয়া আলোয়
একটা মুখ ,বোধহয় মৃত্যুর হাতছানি।
হয়ত বা  তুমুল অন্তরিত প্রেম
একটু দ্বিধায় ,একটু আবেগে।
তবু চাই ,তোমায়।

মুখে তামাকের আলাদা স্বাদ
জীবনের শিরায় শিরায় জলপ্রপাত।
তার জলে ভিজি আমি
ভেজায় তোমায় কখনো প্রেম বর্ষায়  .
এক মুখ ধোঁয়া হৃদয় গভীরে
কখনো পূর্ণ ,কখনো বা শুন্য।
তবু চাই ,তোমায়।

বয়স বাড়ছে ,বাড়ছে সময়ের ভার
একচিলতে আগুনের ঢেউ।
সিগেরেট বা তুমি বা অন্য কেউ
বড় জ্বালায় বুকে।
একটা অতৃপ্তি কুঁড়ে কুঁড়ে খায়
মৃত্যুর দূরত্বে অন্য কেউ ,জানি।
তবু চাই, তোমায়।
******************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...