Saturday, November 16, 2013

RISHI026@GMAIL.COM



### "অন্তর দহন " ###
লেখক : ঋষি
*********************************
থরে থরে সাজানো চেতনার ভিড়ে
একটুকরো আবিরে ঢেউ।
কিছুটা মানুষত্ব আর সত্যি মিশিয়ে
তৈরী এই ঠুনকো  সমাজ।
সবাই তো ভালো চাই
তবু হয় না ভালো।

নোঙরা নর্দমার গন্ধ মাখা পোশাকি রং
সংখ্যায় যায় না গোনা।
কিছুটা নেশার রঙে সমাজ এগিয়ে
মেতে আছে পায়ে পায়ে লোভের সাথে।
সবাই তো ভালো হে চাই
কজন পারে ভালো হতে।

ভালো খুব ভালো হয়
যদি সমাজের মানুষের রঙিন মুখোসের ,
সময়ের দাপটে বদলানো সময়ের
বদল হয় থরে থরে সাজানো চেতনার।
সবাই তো ভালো থাকতে চাই
ভালো থাকতে কজন পারে।
************************************

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...