Wednesday, November 16, 2016

কবিতার কথা

কবিতার কথা
.......... ঋষি
====================================
যদি চলন্তি কবিতার  কথা বলি
সময় বিশেষে কেচাপ দিয়ে খাওয়ার মতো সিঙ্গারা
কজন জানে
কবিতা হলুদ পাকতে থাকা মাটির ফসল
ভীষণ পরিমান হৃদয়নির্ভর রাসায়নিক
যা সায়ানাইটের মৃত্যুর থেকেও তেজস্ক্রিয়

অবাক করা কান্ড
প্রতিটা প্রতিবাদ মানুষের মনের কোন কোনো ডঙ্কা
আগত হত্যার দায় রাষ্ট্র লঙ্ঘন করতে পারে
কিছু বাদর ৫০০,১০০০ এর ফাঁকে আটকানো শুন্যকাল
কিন্তু কবিতা
সে যে সময়ের মতো প্রবাহিত মানুষের দূত
মানুষের হৃদয় স্পন্দনে মাখতে থাকা আটার পিন্ড
যা আগামী রুটি হওয়ার আশায়
আর খিদে  মেটানোর

যদি চলন্তিকা কবিতার কথা বলি
তবে সারে সারে শব্দরা মিছিল করে হৃদয়ের
মৃত্যুর পরে আমি নেই কোথাও
কিন্তু কবিতা হৃদয়ের পাতায় পাতায় চিরসবুজ  
যেমন কিছু অদৃশ্য কবি আজ হৃদয়ে লেখে বারংবার

সময়ের কথা ,আর ব্যাথা  

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...