Wednesday, November 30, 2016

জোনাকি

জোনাকি
.......... ঋষি
=====================================
এই অদ্ভুত সমর্পণের যন্ত্রনায়
মৃত্যু লেখা আছে
বিস্তীর্ণ অন্ধকার জনপদের প্রতি অন্তরালে
অসংখ্য জোনাকি ,আশা
আরো উত্তীর্ণ হোক বেঁচে থাকা
সামাজিক বাঁচা আর আহরণ এই মহানাগরিক চাহিদা 

ঘুমের ফাঁকে মৃত্যু আসে বারংবার
বড় জ্বালাতন করে
সময়ের অধিক কিছু যদি থাকে কিংবা আদরে জড়িয়ে তোমায়
ভূমিকম্প আসে পরে অথবা সামাজিক বোধ
এই অদ্ভুত সমর্পনের মায়ায়
মৃত্যু উপত্যকার খুব কাছাকাছি আমি
পাতাঝরা জঙ্গলে পা রেখে নতুন জন্মের খোঁজে
গভীর অন্তরে
যারা বেঁচে আছে তারা ঘোরেফেরে সমাজ ,বাজারে সস্তা কেনা কাটাতে
আমার মতো মৃত্যুমুখী কিছু সময়
বেঁচে থাকে তোর মতো কোনো আদিম সমর্পণে

এই অদ্ভুত সমর্পনের যন্ত্রনা
মৃত্যুকে আজকাল খুব ছোট মনে হয়
দুচারখানা ঘুমের ওষুধে ঘুম আসে কিন্তু হৃদয়
বারংবার আরো কিছু চায়
শয়নে ,জাগরণে এই মহানাগরিক নাগরিক প্রচেষ্টা

আসলে বাঁচতে চায় ,জীবিত জোনাকির আলোর দর্শনে

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...