Wednesday, November 16, 2016

তোমার বাড়ি চলন্তিকা

তোমার বাড়ি চলন্তিকা
........... ঋষি
==============================
বিকেলের ব্যালকনিতে যে স্পর্শটা দাঁড়িয়ে আছে
তা তোমার বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে
ক্রমশ তোমার নাভি থেকে উঠে আসছে
হাঁপানোর শব্দ ,দূরে কলকারখানার সাইরেন
ছুটি হয়ে যাচ্ছে চলন্তিকা মানুষের
শুধু হৃদয় আটকানো তোমার বাড়ির চারদেওয়াল

অনেকেই ভাবছে ভালবাসা আমাকে ভিখিরী করেছে
কিন্তু আমি জানি মনে
আমি আলাদিনের চাদরের ওপর বসে এই বিশ্বব্রম্হান্ডের তাড়নায়
আমার প্রদীপের টিমটিমে দৈত্য আজ সংহার রূপে
সামনে চেয়ে দেখো
কেউ মাটি কুপাচ্চে ,সার দিচ্ছে
ভালো করে চেয়ে দেখো
সেই প্রেম আজও এই কবিতায় আদর তৈরী করছে
নিস্কলঙ্ক কোনো বিকেলের আলোতে
অন্ধকার এগিয়ে আসছে ,নিমিত্তের বেঁচে থাকায়

বিকেলের স্পর্শগুলো সব অন্ধকার করে আসছে ক্রমশ
তোমার  হৃদয়  দিয়ে বেরিয়ে আসছে গুঁড়ো গুঁড়ো থার্মোমিটার
ক্রমশ মায়াবী হয়ে যাচ্ছে রূপকথার নাভিকূপ
মায়াবী আলোর কম্পিত পরিবেশন খৃষ্টপূর্ব লাল স্তন
মাংসল ড্রয়িংরুমে পোয়েটিক অ্যাশট্রে

অবসন্ন রাতে  শুধু সিগারেটের পুড়ে যাওয়াতে

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...