Tuesday, November 8, 2016

আদরের নৌকো

আদরের নৌকো
......... ঋষি
==================================
দুম করে চলে যাওয়াটা বাজে
কিন্তু চলন্তিকা জীবন যে সেটুকু সুযোগ দেয় না।
আসা যাওয়া প্রলেপের ফাঁকে মহেন্দ্রক্ষণ
যখন গোধূলি।
তুমি যে পথে হেঁটে গেছো
সে পথে হেঁটে গেছে হাজারো প্রেমিক বহুবার।


দুম করে চলে যাওয়া
হাসি পায় যেন চলন্তিকা পিছনের পাতায় হাজারো মুখ।
সকলেই পার্থিব কিন্তু অপার্থিব খোঁজে
একমুঠো পাখির বাসায় আদরের মেঘ ভেসে যায়।
আমি মুগ্ধ হয়ে কবিতা লিখি
সেই কবিতায় তুমি চলন্তিকা বারংবার।
আমি যে অপার্থিব খুঁজি কাগজের নৌকোয়
ছোটবেলায় স্বপ্নের সেই নৌকো আজও ভাসে গভীরে।
পালে হাওয়া লাগে বারংবার
তারপর
সবটাই ভেসে যায়।

দুম করে চলে যাওয়াটা বাজে
কিন্তু চলন্তিকা জীবন যে তারপর শুরু হয়।
প্রতিটা চলে যাওয়ার ফাঁকে
কিছু অদ্ভুত স্মৃতিত  কথা বলে গভীরে।
আর ফিরে আসা
সে যে স্বপ্নে দেখা চলন্তিকা তোমার রূপ। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...