Sunday, November 27, 2016

একটা কবিতা, কবি ও চলন্তিকা

একটা কবিতা, কবি ও চলন্তিকা
……….. ঋষি
===================================
কবিতা
.
সকালে ঘুম ভেঙেই বুকের ভিতর হুলুস্থুলু 
চলন্তিকা
আমার কবিতার আঁচড়ে পারফেক্ট একটা পরিচয়
আমার প্রেমিকা
.
প্রেম

.
ভিজে যাওয়া সকালে শিশিরে সূর্যস্নাত দৃষ্টি
গভীরতা
কিংবা বৃষ্টিতে ভিজে যাওয়া একলা সড়ক
তুমি ভিজছো চলন্তিকা
.

প্রেমিকা
.
প্রেমিকা হিসাবে তুমি যতটা সাক্ষর
ঠিক ততটাই অশিক্ষিত আমি
আমার প্রথম প্রেমিকা চলন্তিকা তুমি কাল্পনিক
বাকিসব শুধু যন্ত্রনা
.

প্রেমিক
.
নিজেকে আকৃষ্ট করার মতো
বোতাম খোলা ইচ্ছার জঙ্গলে প্রেমিকার ঠোঁট
উষ্ণ অভ্যর্থনা
তবু হৃদয় মানে না
.

কবি
.
কবিতার জগতে সকলেই স্পষ্ট তোমার প্রেমিকা কে
অথচ প্রেমিকা ভালোবেসে যায় অন্তরে
প্রেমিক কবি বোঝে না
সত্যি সেই যাতনাকে
.

সম্পর্ক
.
একে একে জুড়ে হাজারো শিরা উপশিরা
প্রেমিকা পরিচিত হবে ,ধীরে ধীরে আরো বিখ্যাত
কিন্তু কবি মরে যাবে একদিন

যেদিন চলন্তিকা তোমার সাথে দেখা হবে

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...