Saturday, November 12, 2016

ভয় করে

ভয় করে
... ঋষি
=====================================
আজকাল আর তেমন কবিতা লেখা হয় নি
ব্যস্ত থাকি ৩৪ এর জীবন আর ৭৪ এর কল্পনায়
পথচলতি কলেজ ফেরত যুবতী
বুক টানে আমার সদ্য ভুলে থাকা কবিতার পাতায়
আজকাল আর কবিতা লেখা হয় না
প্রেমিকার ঠোঁট টানে পুড়ে যাওয়া সিগারেটের মতো

ঘুমের চোখে সন্ধি করে সন্ধ্যে পুজো
ক্লান্তি নামে আজকাল স্বগোত্রীয় মানুষের মাঝে
চোখের কল্যানে বহুদিন চশমার ফ্রেম
আর চোখের তলায় আজকাল শুয়ে থাকে প্রেমিকা তাজমহল
কোনো চারদেওয়ালকে বাড়ি করে আকাশ খোঁজা
আর দেশলাইয়ের কাঠি বারুদ পোড়া গন্ধ নির্জন

কবুতর যা যা যা
আকাশ থেকে নেমে আসে কোনো স্বপ্নে দেখা পাখির পালক
আজকাল ঘুম ঘুম সারাদিন , একলা নেশা
চোখের আবডালে বাড়তে থাকা আতঙ্করা বিয়ারের ক্যানে ঘুমিয়ে পরে
আজকাল আমার ভয় করে

যদি আমার লেখা আর তোমার সময়  স্পর্শ না করে  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...