Friday, November 18, 2016

মশাল

মশাল
…. ঋষি
============================================
নিজের সাথে ঘুমিয়ে থাকা স্বত্বা
কোনো স্যার্জিক্যাল অপারেশন ব্যাথা কমাতে পারে
কিন্তু লুকোনো কালো নোট কখনোই নয় ,এই কথা সত্যি
যতক্ষণ না মানুষের পিলসুজে পুড়তে থাকা বুক
আরো কালিময় হয়
ঠিক ততক্ষন আমার এই চামড়ার মুখ

শীত চাদরে ঘুমিয়ে থাকা আরাম
কয়েকশো শতাব্দীর শীৎকারে ঘুম ভাঙবে না মানুষের
বোকা মানুষ গলায় দড়ি পরে ঘাস খাবে
চর্বির চর্বন  রাজপথে তৃতীয় বিশ্বের বিলাপ
সবটাই স্যার্জিকাল
আর তারপর হঠাৎ মাটি কোপাতে কোপাতে সেই শ্রমিক লুটিয়ে পড়বে
সাথে সংসার দুমুঠো অন্ন যেখানে অন্য
জানো  তো চলন্তিকা জল বাড়তে বাড়তে গলায় পা দিলে
কিংবা কষ্টের নিঃশ্বাসে যদি কেউ ভাগ বসায়
তবে তো আগুন জ্বলবেই
আর পূর্বে আমি তুমি স্বগোত্রীয় 

নিজের সাথে ঘুমিয়ে থাকা স্বত্বা
জানো  তো ইতিহাস সাক্ষী দাবানলে ঘর পুড়েছে বহুবার
আর মানুষও
সামনে দিয়ে হেঁটে চলেছে সয়ে সয়ে মানুষ
হাতের মশালে চোখ রাখো

দেখো অন্ধকারেও জোনাকির মতো আশা

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...