Tuesday, November 8, 2016

আশ্রয়

আশ্রয়
... ঋষি
=============================================
তুমি ঈশ্বর খোঁজ মানুষের মাঝে
হাজারো পথ চলার পর বনলতা থমকে দাঁড়াবে
সামনে ঈশ্বরের দরজা
তারপর মাথা ঠুঁকে চিৎকার করবে " আশ্রয় "
ঈশ্বর ঘুমিয়ে তখন
বনলতা বদলে আজ তুমি চলন্তিকা

এইভাবে বাড়তে থাকা পথ দুর্বলতায় বদলাবে
আজ যে চলন্তিকা ছুঁয়ে যাবে অজস্র গৃহকোণে লুকোনো কান্না
তারপর কোনো রক্ত স্নাত দিনে
সব গল্প শেষ,
রূপকথার মতন আমার গল্প ফুরোলো নটে গাছটি মুড়োলো
কল্পনা যখন মানুষ ছুঁয়ে জীবিত হয়ে যায়
জীবন যখন কষ্ট ছুঁয়ে জীবিত মরে যায়
তখন জন্ম হয় চলন্তিকা তোমার
সে বদলানোই হোক কিংবা কোনো বেঁচে থাকা

তুমি ঈশ্বরের মাঝে মানুষ খোঁজো
কিন্তু ঈশ্বর প্রতিবারে তোমাকে খোঁজে মানুষরূপে
বদলানো আঙিনায় সময়ে কাঁটা
বদলাতে থাকে
কিন্তু মানুষ আজও ঈশ্বরের পূজারী ক্লান্তিহীন

কারণ তার বাঁচার শেষ আশ্রয়টুকু আজ মৃত।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...