Wednesday, December 12, 2018

বাফারিং

বাফারিং
........... ঋষি
==========================================
নেট খুলছে না
ক্রমাগত বাফারিং ,সময়ের পর্দায় বিরক্তি নাকের ডগায় 
কেমন একটা অতৃপ্তি মহিমায়।
অনিবার্য কারণে আপনার সমস্ত সময়সীমায় অসুস্থি
বিপদজনক সংশ্লেষ
আচ্ছা একটা রিটার্ন বাটন  যদি জীবনের থাকতো।
.
পড়ার টেবিলে ইতিহাসের বই
অথচ শৈশব পালানো সেই দিনগুলো তখন অন্য খোঁজে।
মায়ের গায়ের গন্ধ ,বাবা অফিস ফেরত ভঙ্গি
কেমন বড়োদের ইচ্ছা অনর্গল।
আমার মধ্যে শৈশব আজও মায়ের পাশের শুয়ে চাঁদ  দেখে
দেখে না অন্ধকার গোত্রীয় চাঁদের রং।
বড়ো  হওয়ার দুরন্ত গতি চাঁদ হারাবার গল্প
সে সব থাকে স্মৃতির আধুলিতে।
তবু মাঝে মাঝে টস করে ফেলি আধুলিটা
জীবন চায় শৈশব  আর শৈশব চায় আরেকটু বড়ো হতে।
ঘুম ভাঙে অতীতচারী বর্তমান
আসলে আমার মতো সকলেই বিরক্তিতে।
.
নেট খুলছে না
ক্রমাগত ঘুরছে জীবন ,শৈশব ,যৌবন ,বার্ধক্যে
কেমন একটা সাজানো সার্কুলেশন।
প্লিস চেক ইউর ব্যাল্যান্স ,বাংলায় জানতে এক
অনবরত  চর্বন
আচ্ছা একটা ডিলিট বাটন যদি জীবনের থাকতো। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...