Wednesday, December 19, 2018

ছায়া (৪)

ছায়া (৪)
............ ঋষি
=============================================
লম্বা হতে হতে ছায়াটা ক্রমশ চোখের আড়ালে
গতকাল কথোপকথন ,
নির্বাক বোধ ,ছলছলে চাহুনি,অসময়ের বৃষ্টি,অদ্ভুত তৃষ্ণা ।
সময় আজকাল শুধু আগামীতে থমকে আছে।
আর ভালো থাকাটা একটা অদ্ভুত যন্ত্রনা
জীবনটা কেমন ছোট হতে ,হতে বৃত্ত আবৃত অনাবৃত সময়।
.
নরম তুলোর বালিশ,লেপ ,তোষক সোহাগী আদর ।
ঘুম ভেঙে যায়।
বিছানায় উঠে বসি কোনো অনাবিষ্কৃত ছায়া
চরাচরে অজস্র মুখোশ থেকে উঠে আসে গোঙানির শব্দ।
মন খারাপ সামনে এসে দাঁড়ায়
তবু আগামীর আবিষ্কারগুলো কর্ণের জন্ম কাহিনী।
নিজের সাথে মানুষের সম্পর্ক
একই গুহার বাস করে একটা মানুষ আর তার ছায়া।
অজুহাত ছাড়াই যারা পাপ করে একে ,ওপরে
আর একটা ব্রিলিয়ার্ড খেলার টেবিলে  বলগুলো সব গড়িয়ে নামে নিচে 
সময় জিতে যায় কখনো ,আর কখনো বা মুখ কালো করে।
.
লম্বা হতে হতে ছায়াটা ক্রমশ হারাতে থাকে
বুকের ভিতর একটা ভয় আঁতকে ওঠে ,,,যদি ........
অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি।
পাথর ছুঁড়ে মারি, মাপতে চাই ছায়াটা তারপর হয়তো ছবিটা।
যাতে মৃত্যুর আগে আমার মতো কেউ
নিঃশব্দে একদিন চিঠি আর ছবি দিয়ে যায় তোমাকে।




No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...