অন্যগ্রাফি
....... ঋষি
===========================================
জীবিত জিরোগ্রাফি
সঙ্গম থেকে শেখা জন্তুগুলো হায়না হতে পারে
কিংবা হতে পারে তোর ঠোঁটের অশ্লীল শিল্প।
শিল্পীর মর্যাদা গেঁথে দেওয়া পেরেক দেওয়ালে
পেরেকগুলো আওয়াজের মর্যাদা বোঝে না
দেওয়াল বোঝে।
.
ছায়ার সাথে বেঁচে আছি
আলোর মাঝখান দিয়ে হেঁটে গেলে ছায়া সঙ্গ।
কিন্তু অন্ধকারে
যেখানে আলো পৌঁছয় না সেখানে অন্ধকারই থাকে।
শব্দগুলো বড় শারীরিক
আরো শারীরিক অন্ধকারে স্বপ্নে দেখা মাতোয়ারা তুই।
এসময় দাবা খেলা যেতে পারে
ভাবা যেতে পারে পাথরকুচি পাতার সমীকরণ ,
কিন্তু শান্ত হচ্ছে কি সমুদ্র।
তোকে ভাবলেই সমুদ্রেও আগুন বৃষ্টি হয়
বাতাস এখন শীত ছাড়া কারও কথা শুনছেনা।
আমি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
প্রাকৃতিক হয়ে যাচ্ছি কিংবা ছায়া সঙ্গী।
.
জীবিত অন্যগ্রাফি
পরীদের আমি উড়ে যেতে দেখেছি ,কিন্তু তুই
শুধু ঘোড়া চালাচ্ছিস তৃপ্তির শৃঙ্গারে।
পাহাড় শৃঙ্গে ভূমিকম্প,সারা পাহাড় বেয়ে নোনতা ঝর্ণা
গড়িয়ে নামছে তোর গোড়ালি বেয়ে
তুই নুপুর খুঁজছিস আমার বুকে পাগলের মতো।
No comments:
Post a Comment