Saturday, December 8, 2018

জোকার


জোকার
.... ঋষি
================================================
এইটুকু যথেষ্ট নয়
অপেক্ষা ,
নিরিবিলি শেষ নিঃশ্বাসে উঠে আসে জীবন।
আর এতটুকু যথেষ্ট নয়
ব্যস্ততা
সময়ের ব্যাটন নিয়ে প্রতিযোগী উঠে যায় অলিম্পাস পাহাড়ে।
.
লোক হাসছে
কিছু এসে যায় না কোনোদিন আমার।
তোমার আলোকিত থাকার তকমাটা মোটেও মিথ্যা  নয়
তুমি হাসতে পারো ,কারণ তুমি বাঁচতে শিখে গেছো।
না  থাকার কাছে
অথচ বুকের ভিতর একটা যন্ত্রনা আরো একাকী।
তুমি স্মৃতির গভীরে
কুয়াশার আস্তরণে আমার গোধূলি ,বেশ লাগে
পড়ন্ত বিকেলের আলোতে তোমার লুকোচুরি।
এখন আমার  নিঃশ্বাস এত শীতার্ত
 ধর্মপ্রাণ বাতাসেরা জানে ইচ্ছের ফুসফুস আজ বরফ
আর খুঁজে পাওয়া যায় না বাঁচার তাগিদ ।
শহরের ধুলো
আর কাল রাত  পেরিয়ে রবিবার
তুমি ,আমি জীবিত এখনো ।
.
এইটুকু যথেষ্ট নয়
অভিমান
নিরিবিলি কোনো অবকাশে রাট জাগা চোখ।
আর এতটুকু যথেষ্ট নয়
মুহূর্ত
নিজেদের বেঁচে থাকাটুকুও ভাগ করতে হবে জোকারের নাটকে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...